

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ এবং আমডা বাংলাদেশের উদ্যোগে গজারিয়ার হোসেন্দী ইউনিয়নে বিশ্বব্যাপী ডাউন সিনড্রোম বিষয়ে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই মাসব্যাপী কর্মসূচীর মাধ্যমে উদযাপিত কর্মসূচী পালিত হয়।
রোববার ২৪ অক্টোবর বিকাল ৩টায় গজারিয়ায় ইউনিয়ন এলাকায় আমডা বাংলাদেশ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি হোসেন্দী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আমডা বাংলাদেশ কমপ্লেক্সে এসে শেষ হয়। র্যালীতে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু, কিশোর ও ব্যক্তিগন, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ, এনজিও কর্মী, আমডা বাংলাদেশ ও ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ এর উর্ধ্বতন কর্মকর্তা,কর্মচারীগণ অংশগ্রহন করেন।
র্যালী শেষে অক্টোবর ডাউন সিনড্রোম সচেতনতা মাস উদযাপন উপলক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলদেশ এর চেয়ারম্যান সরদার এ. রাজ্জাক ।
এসময় আরো উপস্থিত ছিলেন
ড্রাইকটার প্রোগ্রাম শাহনাজ পারভীন চৌধুরী,নির্বাহী পরিচালক উত্তম হাওলাদার,
প্রজেক্ট কো-অরডিনাটর আরিফ হোসেন মোল্লা, প্রজেক্ট ম্যানাজার জহিরুল ইসলাম সরদার, প্রোগ্রাম সম্বনয় কারী মিজানুর রহমান জুয়েল।
সভাপতির বক্তব্যে বলেন, ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিরা সমাজেরই অংশ, তাদেরকে সামাজিকভাবে সুরক্ষা দেয়া আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। তিনি এ প্রসঙ্গে স্থানীয় সরকার ও অভিভাবকদের এগিয়ে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে বক্তারা ডাউন সিনড্রোম বিষয়ে সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন। বিদ্যমান সামাজিক কুসংস্কার, নেতিবাচক ধারনা দূর করে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের সমাজের মূলস্রোতে নিয়ে আসার উপর জোর দেওয়া হয়।