

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
তৃতীয় ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে হাজী মোঃ রিপন পাটোয়ারীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ । শনিবার রাতে গণভবনে সভা শেষে এ প্রার্থীতা ঘোষণা করা হয়। সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্জ রিপন পাটোয়ারী ইউনিয়ন পরিষদকে উন্নয়নের রোল মডেলে রূপ দেওয়ার লক্ষ্যে কাজ করে যাবেন বলে জানান।
গত ১৪ই অক্টোবরের নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ২৮শে নভেম্বর এ ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর।
এ ইউনিয়নসহ সদর উপজেলার ৯টি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। অপর নৌকা প্রতীকের প্রার্থীরা হলেন আধারা ইউনিয়নে সোহরাব হোসেন, বাংলাবাজার ইউনিয়নে সোহরাব হোসেন পীর, শিলই ইউনিয়নে আবুল হাশেম লিটন, চরকেওয়ার ইউনিয়নে আফছার উদ্দিন ভূইয়া, পঞ্চসার ইউনিয়নে আলমগীর হোসেন খাঁন, রামপাল ইউনিয়নে মোশারফ হোসেন মোল্লা, বজ্রযোগিনী ইউনিয়নে মো. রবিন হোসেন ও মহাকালি ইউনিয়নে শহিদুল ইসলাম।