

মুহাম্মদ আবুল কাশেম গাজীপুুর।
গাজীপুুর সদর উপজেলা প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় ক্লাবের ২০১৯-২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত করা হয়েছে। একই সাথে ৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় গাজীপুুর সদর উপজেলা প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সদ্যবিলুপ্ত কমিটির সভাপতি ফরিদুল ইসলাম খান। এছাড়া ক্লাবের সকল সদস্যের মতামতের ভিক্তিতে গঠনতন্ত্র মতে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করে তিন সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। ক্লাবের সদ্য বিদায়ী ফরিদুল ইসলামকে আহবায়ক এবং মোহামদ আজিজ মিয়া রুবেলকে সদস্য সচিব করে এ আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্য হলেন, সাবেক সাধারণ সাম্পাদক জসিম উদ্দীন। আহবায়ক কমিটি ৭ কর্ম দিবসের মধ্যে উপদেষ্টা বরাবর চিটি ইস্যু করবেন।উপদেষ্টা প্যানেল আগামী ৩০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন কররেন।