গাজীপুুরে অগুনে পুড়লো ৪ দোকান, ১০ লাখ টাকা ক্ষতি


রোকুনুজ্জামান খান:
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আসবাবপত্রের চারটি দোকান পুড়ে গেছে।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. তাশাররফ হোসেন।
তিনি বলেন, মঙ্গলবার ভোরে মির্জাপুর এলাকায় শাহজাহানসহ চারজনের চারটি আসবাবপত্রের দোকানে আগুন লাগে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। তাদের দুটি ইউনিট গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আগুনে আসবাবপত্রের গুদামসহ চারটি দোকান ও মালপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকদের দাবি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক
বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category