

শরিফ মিয়া:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় তালপাতার তৈরি হাতপাখা হারিয়ে যাচ্ছে।
তথ্য প্রযুক্তির আধুনিক বাংলাদেশ তালপাতার হাতপাখার পরিবর্তে বৈদ্যুতিক পাখার ব্যবহার বেড়ে যাওয়ার সঙ্গে। কমে যাচ্ছে তালপাতার পাখার চাহিদা। তালপাতার হাতপাখা বাঙালি সংস্কৃতির একটি প্রাচীন ঐতিহ্যবাহি । বাংলা সাহিত্য সংস্কৃতিতে এ পাখার একটা বিশেষ ভূমিকা ছিল।
তারপরও এই পেশায় নিয়োজিত রয়েছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পৌর শহরের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মো: মিমান মিয়া তার তিনজন ছেলে মেয়ে নিয়ে বর্তমানে বাড়িতে কাজ করেন । বড় ছেলে তাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশুনা শেষ করান । বাবা ইচ্ছা তাকে আরো পড়াশুনা করবেন।
ছোট মেয়ে দেওয়ানগঞ্জ গার্লস উচ্চ বিদ্যালয় থেকে এবার এস এস সি পরীক্ষার্থী । সব ছোট মেয়ে চিকাজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী শিক্ষার্থী । তারা লেখাপড়ার পাশাপাশি বাবাকে হাতপাখা, খাঁচা ও ডালি বানাতে সহযোগিতা করেন।
এবং নিজ পরিবারের সদস্য ব্যতীত প্রতিবেশী অনেক স্কুল পড়ুয়া শিশু শিক্ষার্থী ও বেকার বসে থাকা স্থানীয় ব্যক্তিরা। ১০টি পাখা তৈরি করে দিলে তাদের মজুরি ২০০ টাকা দেওয়া হয়। যার কারণেই এখন অনেকেই এই কাজে সহযোগিতা করেন।