শুভ জম্মদিনের শুভেচ্ছা জানালেন মির্জাপুর ইউনিয়েন শাখা মুক্তিযুন্ধ প্রজম্ম কমান্ড সাধারণ সম্পাদক শাকিল আহমেদ শুভ


সাদ্দাম উদ্দীন রাজ,নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদী রায়পুরা মির্জাপুর ইউনিয়ন মুক্তিযুন্ধ প্রজম্ম কমান্ডের সাধারণ সাম্পাদক শাকিল আহমেদ শুভ । তিনি আজ এই দিন জন্ম গ্রহম করে।
তিনি ২০০৪ সালে ১০ আক্টোবর মাস ২৮ তারিখে জন্ম গ্রহন করে। তার জন্ম দিন শুভেচ্ছা জানালেছে নরসিংদী মুক্তিযুন্ধ প্রজম্ম কমান্ড সভাপতি ও সাধারণ সম্পাদক।
আরও শুভেচ্ছা জানালেছে রায়পুরা মুক্তিযুন্ধ প্রজম্ম কমান্ড সভাপতি ও সাধারণ সম্পাদক।
তার বন্ধু সাদ্দাম উদ্দীন রাজ বলেন, আপনারা সবাই আমার বন্ধু শাকিল আহমেদ শুভ জন্য দোয়া করেবেন। সে যেনো মানুষের মতো মানুষ হতে পারে। শুভ কামনা রইল সুন্দর হোক আগামী দিনের পথ চলা। এই কামনা করি সব সময়।
আমি সহ নরসিংদী ও রায়পুরা মুক্তিযুন্ধ প্রজম্ম কমান্ড পখথেকে লাল গোলাপের শুভেচ্ছা।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category