

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতালে আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তাকে বিদেশ নেয়ার মতো শারীরিক অবস্থা নেই। সরকারের পক্ষ থেকেও কোনো উদ্যোগ নেই। টানা ৭৫ দিন ধরে তিনি সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন। তার ব্লাড প্রেসার ও হার্টবিট ভালে থাকলেও অনেকটা নিস্তেজ অবস্থায় আছেন তিনি।
শুক্রবার (২৯ অক্টোবর) সারাদেশে জাতীয় পার্টির পক্ষ থেকে রওশন এরশাদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করতে নির্দেশনা দিয়েছেন পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।জাপা সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয়। পরে তার অক্সিজেন লেভেল কমতে শুরু করলে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তখন বেশ কিছুদিন তাকে আইসিইউতে রাখা হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেয়া হয়। হাসপাতালে থাকাকালেই গত ২০ অক্টোবর আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেয়া হয়। বর্তমানে ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন ৭৮ বছর বয়সী এ রাজনীতিবিদ।পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন সিএমএইচে চিকিৎসাধীন রওশন এরশাদকে দলটির সিনিয়র নেতারা দেখতে যাননি। তবে, গত দুইদিন আগে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের রওশন এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নিতে সিএমএইচে যান। সেখানে তিনি দীর্ঘক্ষণ সময় অতিবাহিত করে হাসপাতালের কর্তব্যরত ডাক্তারদের সাথে কথা বলেন।বিরোধীদলীয় নেতার ব্যক্তিগত সচিব মামুন হাসান বিবার্তাকে জানান, ম্যাডামের (রওশন এরশাদ) ছেলে সাদ এরশাদ সাহেব নিয়মিত হাসপাতালে যান। তার সর্বশেষ শারীরিক অবস্থা তিনিই ভালো বলতে পারবেন।রওশন এরশাদের শারীরিক অবস্থা প্রসঙ্গে তার ছেলে সাদ এরশাদ বিবার্তাকে বলেন, মা’র শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তবে, বয়সের কারণে তিনি ঠিকমত চলাফেরা করতে পারছেন না।চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, মা মূলত বার্ধক্যজনিত রোগে ভুগছেন। আমি আশাবাদী তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠবেন।রওশন এরশাদের ঘনিষ্ঠজন বলে পরিচিত, সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ জানান।