

সাদ্দাম উদ্দীন রাজ”নরসিংদী বিশেষ প্রতিনিধি।নরসিংদী জেলা:
নরসিংদী রায়পুরা মির্জাপুরা ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের নির্বাচনেরর মত বিনিমর সভা অনুষ্টিত হয়েছে।
২৮ অক্টোবর (বৃহস্পতিবার) বীর মুক্তিযোদ্ধা মোঃ মমতাজ উদ্দীন সভাপতিত্বে সভায় প্রধান অথিতি ছিলেন, মুক্তিযোন্ধা পরিবারের সন্তান সাবেক ছাত্রলীগে নেতা ও মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুল্লাহ ভূঁইয়া । (চেয়ারম্যান পদপ্রার্থী)
বিশেষ অথিতি
ছিলেন,০৯নং ওয়ার্ড ইউপি সদস্য মো: রহিছ মিয়া,পিরিজকান্দি বাজার পরিচালনা কমিটির, হাজী মোঃ রহিছ মিয়া ও গ্রামীন ব্যাংক নরসিংদীর যোশর শাখার সিনিয়র অফিসার মো,আতাউর রহমান লিটন। নির্বাচনী সভায় অন্যন্যাদের মাঝে উপস্হিত ছিলে ০৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিপন আহাম্মেদ এবং বিশিষ্ট সমাজ সেবক বাবুল ভাই, জাকির হোসাইন, হেলিম, মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ইয়ানূর,রাশেদ, আমজাদ আহাম্মেদ।
এছাড়া সভায় মির্জাপুর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ড মেম্বার ও নেতাকর্মীবৃন্ধ উপস্হিতি ছিলেন।