

সোহেল রানা, নীলফামারীঃ
নীলফামারীর সৈয়দপুরে জুসের সাথে অভিনব কায়দায় চালকদের চেতনানাশক ঔষধ খাইয়ে প্রতিনিয়ত অটোচার্জার চুরি করে একটি প্রতারক চক্র। এমন একটি চক্রের মূল হোতা অর্ধশিক্ষিত হলেও পরিচয়ে ব্যবহার করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর নাম। শুক্রবার ভোরে এই প্রতারক চক্রের মূল হোতা হেলাল হোসেনসহ ৮জনকে আটক ও ৫টি অটোচার্জার উদ্ধার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলকে সচেতন থাকার আহŸান করেন নীলফামারী পুলিশ সুপার মোখলেছুর রহমান বিপিএম পিপিএম।
সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, সৈয়দপুর থানার বাস টার্মিনালে অবস্থিত সান ফার্মেসি থেকে ডিজোপেন-২ এমজি নামক ঘুমের ট্যাবলেট কিনে এই চক্রের মূল হোতা। বয়স্ক অটো চার্জার চালকদেরকে সাথে ভালো সম্পর্ক তৈরী করে চড়া দামে ভাড়া ঠিক করে ফুসলিয়ে জুস খাইয়ে সর্বস্ব ছিনিয়ে নেয় তাদের। আর এই অটো চার্জার চুরি করে দিনাজপুর জেলার বিরল ও পারবর্তীপুরে পূর্ব পরিচিত সহযোগী মহাজনদের কাছে বিক্রয় করা হতো। মহাজনরা চোরাই অটো কম দামে কিনে কখনও অক্ষত অবস্থায় আবার কখনও ব্যাটারী, চাকাসহ অন্যান্য যন্ত্রাংশ বেশি দামে অনন্ত্র বিক্রয় করে। এই চক্রের মূল হোতা দিনাজপুর জেলার কোতয়ালী থানার গাবুরা বাজারের হাফিজুল ইসলামের ছেলে হেলাল হোসেন (২২)। আর চোরাই অটো চার্জার মহাজনরা হলেন, দিনাজপুরের বিরল থানার ওকরা চেয়ারম্যানপাড়ার মকবুল হোসেনের ছেলে উজ্জ্বল ইসলাম, মৃত জহির উদ্দেনের ছেলে আনসার আলী, ভাঙ্গারি ব্যবসায়ীরা হলেন, দিনাজপুরের পার্ববতীপুর থানার আমজাদ হোসেনের ছেলে আলমগীর হোসেন,ওকরা হাজী পাড়ার জব্বারের ছেলে জাফরুল, ওকরা হাজীপাড়ার আব্দুর রশিদের ছেলে আশরাফুল ইসলাম, মৃত ফজলুল হকের ছেলে জাহেরুল, আমিনুল ইসলামের ছেলে আব্দুল মান্নান।