

মোঃ মোজাম্মেল হোসেন বাবু রাজশাহীঃ
র্যাব-৫ রাজশাহীতে পৃথক পৃথক অভিযানে চোলাইমদ এবং ভারতীয় পাতার বিড়িসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। অদ্য রাএী ০৮.২০ ঘটিকায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন সিলিন্দা বাঁশের আড্ডাস্থ আরিশা টাইলস্ এন্ড স্যানিটারী দোকান সংলগ্ন আনুমানিক ৩০ গজ উত্তর দিকে মহাসড়কের উপর অপারেশন পরিচালনা করে।
উক্ত অভিযানে, ৫০০ বোতল বা ১৮৭.৫ লিটার চোলাই মদ, ০১ টি ইজিবাইক উদ্ধার করেন এবং মোঃ হাসিবুল হাসান (২৮), পিতা-মোঃ মহির আলী, মাতা-মোছাঃ রোসনা বেগম, সাং-বাজে কাজলা (ফুল তলা মোড়, ২৮নং ওয়ার্ড), থানা-মতিহার, রাজশাহী মহানগরীকে গ্রেফতার করেছে।
অপর অভিযানে, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এর একটি অপারেশন দল একই দিনে সকাল ০৯৪৯ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ০২ নং গোবরাতলা ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের দিয়ার ধাইনগর ঘাটের জনৈক শহিদুল ইসলাম, পিতা-মোঃ মহসীন আলী এর আমবাগানের ভিতর কোম্পানী অধিনায়ক এর নেতৃত্বে একটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে, ৫৭,১২০ (সাতান্ন হাজার একশত বিশ) পিচ ভারতীয় পাতার বিড়ি, মোবাইল সেট-০১টি, সীমকার্ড-০২টি, মেমোরীকার্ড-০২টিঁ এবং বস্তা-০৩ টি সহ মোঃ সাদিকুল ইসলাম (৩৫) পিতা- মোঃ আলতামাজ উদ্দিন, মাতা-মোসাঃ মানজুরা খাতুন, সাং-সরজন বাঙ্গালীপাড়া,পোষ্ট-গোবরাতলা, ইউনিয়ন-২নং গোবরাতলা, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ ’কে হাতেনাতে গ্রেফতার করে।ধৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
র্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন মাদক মুক্ত সমাজ গড়ুন।