

মোঃ এনামুল হক গাজীপুর প্রতিনিধি:
১নং সিংহশ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আসনের ১ নং ওয়ার্ড’র মেম্বার পদে তালা প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন,ইঞ্জিঃ মোঃ সুমন রাহাত
তিনি আসন্ন ইউপি নির্বাচনে তালা প্রতীকে মার্কায় ওয়ার্ডবাসী’র দোয়া, সহযোগিতা ও ভোট কামনা করেছেন।গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রেরিত বার্তায় ইঞ্জিঃ মোঃ সুমন রাহাত বলেন, তালা আমার নির্বাচনী প্রতীক। আমি আসন্ন ইউপি নির্বাচনে ১ নং আসনের মেম্বার পদে আগামী ১১ নভেম্বর অনুষ্টিত নির্বাচনে তালা প্রতীক নিয়ে লড়ছি।
উক্ত নির্বাচনে আমার নির্বাচনী মার্কা তালা প্রতীকে ওয়ার্ডবাসী’র দোয়া, সহযোগীতা ও ভোট প্রার্থনা করছি।
তিনি ১ নং ওয়ার্ড এর সকল জনসাধারণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে আরেকটি বার সুযোগ চেয়েছেন। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আমি আপনাদের দোয়া ও আশীর্বাদ প্রত্যাশী।
তরুন সমাজ ও সর্বস্থরের জনসাধারণ কে আমি অনুরোধ করব আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং আপনাদের সেবা করার সুযোগ দিবেন।
তিনি আরো বলেন, আমরা সবাই মিলে একটি ১ নং ওয়ার্ড কে আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। ১নং ওয়ার্ড এর সুনাম অতীতে যেমন ছিলো সেই সুনাম ভবিষ্যতেও ধরে রাখবো ইনশাআল্লাহ। ১নং সিংহশ্রী সহ তথা সমস্ত বাংলাদেশে আমাদের সুনাম ছড়িয়ে পড়বে।
মাদক,দুর্নীতি ও অপরাধ মুক্ত ১নং ওয়ার্ড গড়তে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমি মানুষে অধিকার নিয়ে কাজ করতে চাই। আমি জনগনের অধিকার ফিরিয়ে দিতে চাই৷ এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।