

মোঃ গোলাম মোস্তফা, নান্দাইল, (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে যাত্রী সেজে অভিনব কায়দায় ছুরিকাঘাতে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
২ নভেম্বর (মঙ্গলবার) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে বালুয়া নামক স্থানে এঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায় রাস্তা দিয়ে চলার পথে পথচারীরা গামছা দিয়ে চোখ মুখ বাধা ও বুকে ছুড়ি ঢুকানো রক্তাক্ত অবস্থায় এক যুবককে দেখতে পায়। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত যুবক পাশবর্তী হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সুলতান উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (২০)।
নিহত যুবকের পরিচয় নিশ্চিত করে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বুধবার উপজেলার খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রাম থেকে ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে।