

সোনারগাঁ প্রতিনিধি মোহাম্মদ দেলোয়ার হোসেন:
৩/১১/২০২১ইং সোনারগাঁ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁ ৮টি ইউনিয়নে ১৬ জন স্বতন্ত্র প্রার্থীসহ ৩৪ জন চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ৮৫ জন ও সাধারণ সদস্য পদে ৩৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।মঙ্গলবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে সোনারগাঁ উপজেলা রিটানিং অফিসারের কাছে এ মনোনয়ন পত্র দাখিল করেন।
সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, আগামী ২৮ শে নভেস্বর সোনারগাঁ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার উপজেলার ১০টি ইউপির মধ্যে ৮টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সীমানা জটিলতার কারণে ২টি ইউপির নির্বাচন স্থাগিত করা হয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের মনোনীত নৌকা, লাঙ্গল ও হাতপাখা প্রতিকসহ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এ নির্বাচনে কাঁচপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৫জন। তাদের মধ্যে মোশাররফ হোসেন নৌকা, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাহবুব খাঁন, আব্দুল মান্নান মেম্বার, জাকের পার্টি মো. ইলিয়াস প্রধান দুলু ও ইসলামী আন্দোলনের মো. শাহ আলম।
পিরোজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ২জন। বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীকে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ও স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা জাকির হোসেনের ছোট ভাই আল আমিন।
সাদিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৩জন। তাদের মধ্যে নৌকা প্রতীকে আব্দুর রশিদ মোল্লা, লাঙ্গল প্রতীকে আবুল হাশেম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. গোলাম মোস্তফা।
জামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৬জন। তাদের মধ্যে হুমায়ুন কবির নৌকা প্রতীক, লাঙ্গল প্রতীকে আশরাফুল মাকসুদ, স্বতন্ত্র যুবলীগ নেতা সোহরাব হোসেন, নজরুল ইসলাম ভূঁইয়া, শাহ মোহাম্মদ হানিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শহিদুল ইসলাম।
নোয়াগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৬জন। তাদের মধ্যে নৌকা প্রতীক আবদুল বাতেন, স্বতন্ত্র মনিরুজ্জামান সুমন, দেওয়ানউদ্দিন চুন্নু, ইউসুফ দেওয়ান, সামসুল আলম ও রানু বেগম।
সনমান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৩জন। তাদের মধ্যে জাহিদ হাসান জিন্নাহ নৌকা প্রতীক, স্বতন্ত্র মো. ইউসুফ মিয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশের বাচ্চু মিয়া।
বারদী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৩জন। তাদের মধ্যে নৌকা প্রতীকে লায়ন মাহবুবুর রহমান বাবুল, লাঙ্গল প্রতীকে দাইয়ান সরকার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জাহারুল ইসলাম।
শম্ভুপুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৬জন। তাদের মধ্যে নৌকা প্রতীকে মো. নাসিরউদ্দিন, লাঙ্গল প্রতীকে মো. আবদুর রউফ, স্বতন্ত্র মো. আনিসুজ্জামান রিপন, মোস্তাফিজুর রহমান কবির, মহিউদ্দিন আহমেদ ও আবদুল কাদির।