

মোঃ ফরহাদ মিয়া, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের চরমুক্তারপুর এলাকায় স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ গোলাম মোস্তফা গণসংযোগ করেছেন।
আজ (৩ নভেম্বর) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত পশ্চিম মুক্তারপুর ও চরমুক্তারপুর এলাকায় এ গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন কামাল দেওয়ান, বিল্লাল দেওয়ান, মজিবর দেওয়ান, জুলহাস হালদার, গাজী হালদার, ইসমাইল দেওয়ান, ইসমাইল বাড়িওয়ালা, আতাউর খা, কাজী মাসুদ, কাজী মহাবুব, জাহিদ মোল্লা, মুক্তার মদবর, আলী হোসেন, শাহাদৎ মাদবর, আবিদ, শাওন, ইমনসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাজী মোঃ গোলাম মোস্তফা বলেন, চরমুক্তারপুর একটি ঘনবসতি এলাকা। যখন এ এলাকায় মিল কারখানা স্থাপন করা হচ্ছিল তখই আমি এলাকার জনগণকে বলেছিলাম এটি দ্বিতীয় সিঙ্গাপুর। মুক্তারপুর একটি বিশাল ইন্ডাষ্ট্রিয়াল এলাকা যেখান থেকে সারা বাংলাদেশের প্রায় ৭০% সিমেন্ট উৎপাদন হয়। এ এলাকার প্রতিটি ওয়ার্ডেই আমাদের ইউনিয়নের মাধ্যমেই উন্নয়নমূলক কাজ হয়েছে। চরমুক্তারপুরবাসীর ড্রেন ও বিদ্যুতের খুঁটি স্থাপনের দাবী রয়েছে। যা ইউপি নির্বাচন শেষে আমি পাশ করলেই সম্পন্ন করা হবে। তিনি আরো বলেন, এবার নির্বাচনে বিজয়ী হলে পঞ্চসারকে আধুনিক ইউনিয়নে রুপান্তর করা হবে। যেখান থেকে পঞ্চসারবাসী সেবা গ্রহণ করতে পারবে। পঞ্চসার ইউনিয়নের সকল জনগণকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, ২৮শে নভেম্বর পঞ্চসার ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।