

এস.এম দুর্জয়ঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রাম এলাকায় আজিজ কেমিক্যাল গ্রুপের এ এস এম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেডে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।(৩রা নভেম্বর) বুধবার সন্ধ্যা অনুমান সাড়ে ৭ টার দিকে কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়,ঘটনার সময় বিকট শব্দে কারখানার আশপাশের কমপক্ষে অর্ধশতাধিক বহুতল ভবনের জানালার গ্লাস ভেঙে পড়েছে।এতে বিভিন্ন ভবনের লোকজন আহত হয়েছেন। বিকট শব্দের সঙ্গে কালো ধোঁয়া ও আগুন পুরো ভবনটিতে ছড়িয়ে পড়ে।মাওনা ফায়ার সার্ভিসের স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিয়া রাজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আগুন নিয়ন্ত্রণে ৮ টি ইউনিট কাজ করছে। বিস্তারিত তথ্য পরে জানা যাবে।হাইড্রোজেন পারক্সাইডের সংরক্ষিত স্টোরেজ বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।