

সোনারগাঁ প্রতিনিধি মোহাম্মদ দেলোয়ার হোসেন:
৪/১১/২০২১
আসন্ন ২৮ই নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ জেলার,সোনারগাঁও উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাজী নাছির উদ্দীন।
সোমবার (১ নভেম্বর) উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা কাছে চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এ সময় তার সাথে শম্ভুপুরা ইউনিয়নের জনগণ উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম জমা শেষে নাছির উদ্দীন বলেন, আমি দীর্ঘদিন থেকে সুখে-দুঃখে আমার শম্ভুপুরা ইউনিয়নের মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আমি শতভাগ আশাবাদী শম্ভুপুরা ইউনিয়নের জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ৮৭তম কমিশন বৈঠক শেষে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশনার। তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১১ নভেম্বর ও ভোটগ্রহন ২৮ নভেম্বর।