

মোঃ তরিকুল ইসলাম,মাগুরা প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীতে শেখ হাসিনা সেতুর এলাকায় বিহারী লাল শিকদার স্মরণে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রতি বছরের মত সকাল থেকে নানান বয়সের নারী পুরুষ ও শিশুরা নদী পাড়ে জড়ো হতো শুরু করে। নৌকা বাইচ দেখতে নদীর দুপাড়ে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে।
প্রতিযোগিতায় মাগুরা, নড়াইল, গোপালগঞ্জ, খুলনা, রাজবাড়ি, পাবনা ও ফরিদপুর থেকে বাহারি রঙের ও সাঁজের ২৮ টি নৌকা বাইচে নৌকা অংশ নেয়।
নৌকা বাইচ উপলক্ষে নদীর দুপাড়ে পাড়ে বসে গ্রামীন মেলা। যেখানে শিশুদের জন্যে নাগর দোলাসহ গ্রামীণ ঐতিহ্যের আরও বিভিন্ন রকম বিনোদনের আয়োজন করা হয়।
আয়োজক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। অন্যান্যদের মধ্যে উপজেলা মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, উপজেলা চেয়ারম্যান আবু আব্দুলাহেল কাফী,মহিলা ভাইস চেয়ারম্যান বেবি নাজনীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান যুবসমাজকে সঠিক পথে ধরে রাখতে। এজন্য তিনি খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর আহ্বানে দেশে খেলাধুলার যেমন চর্চা হচ্ছে, তেমনি সফলতাও আসছে।