

মোঃ ফরহাদ মিয়া, মুন্সীগঞ্জঃ
আসন্ন পঞ্চসার ইউপি নির্বাচনে গণসংযোগের অংশ হিসেবে আজ (৫নভেম্বর) শুক্রবার ৩নং ওয়ার্ডের দশকানি গ্রামে হাজী মো. গোলাম মোস্তফার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আসন্ন পঞ্চসার ইউপি নির্বাচনে ৩নং ওয়ার্ডের দশকানি গ্রামের সর্বস্তরের জনগণের উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জামাল উদ্দিন মোল্লা এবং আব্দুল কাদের মোল্লার সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোশারফ হোসেন মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. গোলাম মোস্তফা।
প্রধান অতিথির বক্তব্যে পঞ্চসার ইউপি’র স্বতন্ত্রপ্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান হাজী মো. গোলাম মোস্তফা বলেন, গতবছর করোনাকালীন পঞ্চসার ইউপির অসহায়-দুঃস্থ মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছি। আজ অনেকের নাম শোনা যাচ্ছে, ওই সময় তারা কোথায় ছিলেন। তাদের তো দেখা যায়নি। তারা এলাকা ছেড়ে বাইরে গিয়ে সময় কাটিয়েছে। ইউপি’র ট্যাক্স প্রদান প্রসঙ্গে তিনি বলেন, আমার আমলে গত ৫বছরে কোনো কাঁচা-পাকা বাড়ির ট্যাক্স নেইনি। তবে হ্যাঁ, ট্যাক্স নিয়েছি ভূমিদস্যুদের নিকট থেকে। ট্যাক্স নিতেই হয়। সরকারের বার্ষিক রাজস্বের অর্ধেক এই ট্যাক্সের মাধ্যমে আসে। সুতরাং ট্যাক্স নেওয়া বাধ্যতামূলক।
হাজী মো. গোলাম মোস্তফা দশকানি গ্রামের সর্বস্তরের ভোটারের উদ্দেশে আরো বলেন, কেউ কেউ আমাকে টাকার গরম দেখায়। আমি টাকায় বিশ্বাসী নই। আমার টাকা পঞ্চসারের সাধারণ মানুষের কাছে জমা। তাই আমাকে যেন কেউ টাকার গরম না দেখায়। তিনি আশা প্রকাশ করে বলেন, পঞ্চসারবাসী কোনো খারাপ লোককে চেয়ারম্যান নির্বাচিত করবে না ।
সভাপতির বক্তব্যে মোশারফ হোসেন মোল্লা বলেন, আমি গত ৫০ বছরে অনেক চেয়ারম্যান দেখেছি, তাদের উন্নয়ন দেখেছি কিন্তু হাজী মো. গোলাম মোস্তফার মতো এত উন্নয়ন আমি কোনো চেয়ারম্যানের আমলে দেখিনি। আমি আশা করি, দশকানি গ্রামের সর্বস্তরের মানুষ আগামী ২৮ তারিখের নির্বাচনে গোলাম মোস্তফাকে পুনরায় নির্বাচিত করে অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করার সুযোগ দিবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সমাজসেবক আব্দুল লতিফ, আবু তালেব আবু, ১,২,৩ নং সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মনিরা ইসলাম (মনি), গোলাম মাওলা, হাজী আব্দুল খালেক, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমির হেসেন ঢালী প্রমুখ।