

মোঃমহিউদ্দীন খাঁন।কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগনঞ্জে অচেনা এক প্রাণীর অতর্কিত হামলা থেকে রক্ষা পেতে কমলগঞ্জ উপজেলায় গ্রামবাসী রাতদিন দলবেঁধে পাহারা দিচ্ছে। গত ৩ নভেম্বর এ প্রাণীটির আক্রমণে আহত হন উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের হরিশ্মরণ গ্রামের নারী-শিশুসহ ৫ জন। এলাকার দীপক মল্লিকের শিশুপুত্র দুর্জয় মল্লিককে (২) দুপুরে প্রাণীটি আক্রমণ করে। এতে তার মুখম-ল, শরীরের বিভিন্ন অংশে ক্ষতবিক্ষত করে। এ সময় পাশে ছিল তার ভাই দিব্য মল্লিক (৫)। তাকেও রক্তাক্ত জখম করে প্রাণীটি। শিশু দুটির চিৎকারে তাদের মাসহ বাড়ির লোকজন এগিয়ে আসলে প্রাণীটি পালিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক থাকায় শিশু দুটিকে সিলেট রাগিব রাবেয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। একইদিন প্রাণীটির আক্রমণের শিকার হন গ্রামের বিমান রায়ের স্ত্রী জয়ারানী রায় (৩০) ও তার শিশুপুত্র বিপ্লব রায় (১০) এবং মখলিছ মিয়ার শিশুকন্যা মরিয়ম জান্নান শেফি (৮)। তারা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন। স্থানীয়রা জানান, অদ্ভুত আকৃতির প্রাণীটা দেখতে অনেকটা কুকুরের মতো হলেও খুব স্বাস্থ্যকর। প্রাণীটি একা কোনো ব্যক্তিকে দেখলেই আক্রমণ করে। তাই এই অচেনা প্রাণীর হাত থেকে বাঁচতে গ্রামবাসী লাঠি হাতে দলবদ্ধভাবে চলাচল করছেন। রাতে হাটবাজার থেকে ফেরার পথে অনেককেই লাঠি হাতে দেখা যায়। এদিকে অদ্ভুত আকৃতির এই প্রাণীকে নিয়ে এলাকায় শুরু হয়েছে বিভিন্ন কল্পকাহিনি। প্রাণীটির ভয়ে একা কেউ রাতে বাহিরে বের হচ্ছেন না। দিনে মাঠে কাজ করতেও সতর্ক থাকছেন। তাদের ধারণা, এ প্রাণীটি ক্ষেতে ও ঝোপঝাড়ে লুকিয়ে থাকে। কাউকে একা পেলেই আক্রমণ করছে।
কমলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হেদায়েত উল্লাহ বলেন, এ রকম ঘটনা খুব কমই শোনা যায়। এটা হয়ত কুকুর অথবা খেকশিয়াল হতে পারে। আক্রান্তদের অবশ্যই ভ্যাকসিন নিতে হবে।