

মোঃ ফরহাদ মিয়া:
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দুর্গাবাড়ি এলাকায় স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ গোলাম মোস্তফা গণসংযোগ করেছেন।
রোববার সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত দুর্গাবাড়ী, জোরপুকুরপাড় ও দশকানি এলাকায় এ গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন হাজী মোঃ আবু তালেব আবু, আশরাফ উদ্দিন, হাজী মোঃ লিটন, হাজী মোঃ মহসিন, হাজী মোঃ আবু হানিফ, জাতীয় মৎস্যলীগের সাংস্কৃতিক সম্পাদক মোঃ মুক্তার হোসেন, মোঃ দেলোয়ার শেখ, আব্দুল লতিফ, জামাল মোল্লা, মোশারফ মোল্লা, চানু মহালদার, আলমগীর শেখ, আব্দুস সাত্তার শেখ, জব্বর বীর, আনিস দেওয়ান, কাদির মোল্লা, মোঃ আঃ মতিন, দিদার শেখ, শাহীন শেখ, শাকিল শেখ, আলমগীর খাঁসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাজী মোঃ গোলাম মোস্তফা বলেন, দুর্গাবাড়ি এলাকার বাসিন্দাদের ধন্যবাদ। কারণ, ভোরবেলা তারা গণসংযোগে মৌমাছির মতো ছুটে এসেছে। দশকানি এলাকায় একটি বড় ড্রেন হয়েছে। এছাড়াও এলাকাটিতে এলজিইডি থেকে ৭০ লক্ষ টাকায় অনুমোদন করা হয়েছে। ৩নং ওয়ার্ড বাসী বুদ্ধিমান ও বুদ্ধিমতি। আমি আশাবাদী এলাকাবাসী বুঝে শুনে ও চিন্তা করে ভোট দিবেন। এলাকায় আমি যে উন্নয়ন করেছি। এতে জনগণ আমাকে অবশ্যই ভোট দিবে। আমার যে সকল কাজগুলো অসমাপ্ত রয়েছে আবার নির্বাচিত হলে সে কাজগুলো অবশ্যই করে দিব। ইনশাল্লাহ। উল্লেখ্য, ২৮শে নভেম্বর পঞ্চসার ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।