মুড়াল শিল্পী আখতার আহমেদ রাশা’র শিল্প প্রদর্শনী””নিউইয়র্কএ


হাকিকুল খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ
৭ নভেম্বর ২০২১ রবিবার
মুরাল শিল্পী আখতার আহমেদ রাশা’র একক প্রদর্শনী’অগ্রজ সান্নিধ্যে শিল্প সন্ধ্যা’
অনুষ্ঠিত হয়ে গেল নিউইয়র্ক এর জুইস সেন্টারে । বিভিন্ন জায়গা থেকে অবহেলিত গাছের শিকড়,বাকল,আকর এবং খন্ডাংশ নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর , জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জীবনান্দ দাশ এবং অন্যান্য পেশার বিশিষ্টজনের ছবির মুড়াল নিয়ে প্রদর্শিত অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের ব্যাপক সমাগম ঘটে ।খবর বাপসনিউজ।
ছবিতে মাঝে শিল্পী আখতার আহমদ রাশা”র সঙ্গে ডানে বাপসনিউজ এজেন্সীর এডিটর সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাকিকুল ইসলাম খোকন এবং বামে কবি ও প্রাবন্ধিক এবিএম সালেহ উদ্দীনকে দেখা যাচেছ ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category