

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এ তরগাঁও ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ সামসুদোহা বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছে। চলছে শেষ সময়ের প্রচারণা। কর্মী ও সমর্থকেরা প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছে। জমে উঠেছে নির্বাচনী উৎসব। জনসাধারণ বলছেন, সামসুদোহা ভাই জনবান্ধব একজন মেম্বার। মানুষের সুখে দুঃখে সবসময় সহযোগিতা করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণায় তিনি এগিয়ে রয়েছেন।
জনদরদি এ মেম্বার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে নতুন করে জয়ী করার জন্য কর্মী ও সমর্থকরা নিজ নিজ অবস্থান থেকে ভোট চাচ্ছেন। তাদের দাবি মেম্বার পদে প্রতিদ্বন্ধীতা করে বিপুল ভোটে জয়ী হবেন মোঃ সামসুদোহা।
তরগাঁও গ্রামের বিভিন্ন ভোটারের সাথে কথা বলে জানা যায়, মেম্বার হিসেবে সামসুদোহা ভাই যোগ্য ব্যক্তি। ক্লিন ইমেজ ও স্বচ্ছতায় তিনি অতুলনীয়। সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য কাজ করেন সবসময়। ৯নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন করেছেন। বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ অসহায় মানুষকে খাদ্য সামগ্রী দিয়েছেন৷ বীপদে সব সময় দোহা মেম্বারকে আমরা পাশে চাই। তাই মেম্বার হিসেবে নতুন করে আবার তাকেই চাই।
এ বিষয়ে বর্তমান মেম্বার ও মেম্বার প্রার্থী মোঃ সামসুদ্দোহার কাছে জানতে চাইলে তিনি বলেন, জনগণ আমাকে ৯নং ওয়র্ডের মেম্বার হিসেবে দেখতে চায়। জণগনের দোয়া ও সমর্থন পেলে ইনআশাল্লাহ জয়ী হয়ে এলাকার উন্নয়নে নিজেকে নতুন করে আবার আত্ননিয়োগ করব।