

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ জাহেদ আলীর নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মশিউর রহমান তারেক। গতকাল ৯ নভেম্বর মঙ্গলবার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনরবাসন কেন্দ্র এলাকায় তিনি এ গণসংযোগ করেন।
এসময় রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সমন্বয়কারী ওবায়দুল মজিদ জুয়েল মাষ্টার, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য রিটন প্রধান, রূপগঞ্জ ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লাকি আক্তার, রূপগঞ্জ ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পদাক সোহেল প্রধান, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম, কিরণ ভুঁইয়া, টিপু সুলতান, আওয়ামীলীগ নেতা সুরুজ মিয়া, শাহবুদ্দিন, আলী হোসেন ও আবুল কাশেম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে তারা বর্তমান সরকারের বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহসহ সার্বিক উন্নয়নের দিক তুলে ধরেন।