

নিজস্ব প্রতিবেদক গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টা স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে পরিষদের হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, তিনি বিগত ২০১৬সালে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে জয়লাভ করে সুনামের সহিত দায়িত্বপালন করে আসছি।এবং জননেত্রী শেখ হাসিনার একনিষ্ঠ কর্মী হিসাবে জনসেবা করছি।আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্থানীয় কিছু মাদক ব্যবসায়ীরা আমার
দ্বিতীয়বার নৌকার মনোনয়ন ঠেকাতে ও আমাকে বিতর্কিত করতে নানা অপপ্রচার চালাতে একটা মিশন বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছে । এসব মিথ্যা অপপ্রচার প্রতিহত করতে জনগনকে সাথে নিয়ে মাদক ব্যবসায়ীদের বিরোদ্ধে জবাব দিবো ইনশা আল্লাহ।
ফারুক হোসেন সংবাদ সম্মেলনে আরো বলেন,আমি রাজাবাড়ী ইউনিয়নকে মাদকমুক্ত রাখছি বলে মাদকব্যবসায়ীরা আমার নামে অপপ্রচার করে যাচ্ছেন এতে আমি বিচলিত নয়।এবং এসব অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন ও মুক্তিযোদ্ধের স্বপক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম শিমুল, সাবেক ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবু হানিফা
সহ ইউপি সদস্যরা সহ এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ।