

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্হার শুভ উদ্ধোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১০ নভেম্বর) দুপুরে মধুপুর উপজেলা পরিষদের হল রুমে অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্হার সভাপতি সার্জেন্ট (অব:) গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মজিবর রহমান খান, বিশিষ্ট সমাজসেবক বিল্লাল হোসেন ফকির, ডা: আব্দুর রহিম, আউশনারা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সাদিয়া, রিংকী সহ অন্যান্য নৃতৃবৃন্দ। এসময় মধুপুর উপজেলা অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্হার সকল সদস্যবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন ও সুধি মহল উপস্হিত ছিলেন। বক্তাগন বাল্য বিবাহ নিরোধ ও মাদকদ্রব্য নির্মুল এবং বিভিন্ন অপরাধ থেকে সমাজকে মুক্ত রাখার জন্য বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। অনুষ্ঠানটি সন্চালনা করেন অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্হার মধুপুর শাখার সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) শাকের আহমেদ।