

মোঃ আল আমিন সিংড়া প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়। সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও কর্তব্য এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা দেশ ও জাতির বোঝা নয়, সম্পদ এ গুরুত্ব বোঝাতেই এ সমাবেশ।
ছাত্র ছাত্রী অভিভাবক গণ বলেন, আমরা আমাদের ছেলে মেয়ের মুখে হাসি দেখার জন্য এখানে পড়াশোনা করার জন্য দিয়েছি, আমাদের অনেক পথ অতিক্রম করে আমাদের ছেলে মেয়েদের স্কুলে পৌছানো লাগে তাই, আমাদের ছেলে মেয়েদের জন্য ভ্যান গাড়ীর ব্যবস্থা, ভালো ড্রেস, উপবৃত্তি, ও দুপুরের খাবারের ব্যবস্থা যাতে প্রতিষ্ঠান কতৃক করেন এটাই আমাদের দাবী ও আমাদের ছেলে মেয়েরা যাতে বিনোদনে থাকতে পারে সে জন্য সকল প্রকার উপকরণ ব্যবস্থা করবেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সোহেল আহমেদ জীবনের সঞ্চালনায় এই মা সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম কামরান, মহিলা ভাইস্ চেয়ারম্যান শামীমা হক রোজি, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলী আশরাফ, , ৯নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলাম তপন, সমাজসেবক মোঃ আব্দুস সালাম, সহকারি শিক্ষক মোঃ আলতাব হোসেন, খাদিজা পারভীন।
বক্তারা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা দেশের সূবর্ণ নাগরিক। এদের শিক্ষার অধিকার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। যুবলীগ নেতা ও ভাইস্ চেয়ারম্যান কামরুল ইসলাম কামরান বলেন, আমি যতো টুকুই পারি এসব ছেলে মেয়েদের পাশে আমি থাকনো, “আমি এই স্কুলে এসে শিক্ষার পরিবেশ দেখে অবিভূত এবং আবেগআপ্লুত হয়ে পড়েছি। এই শিশুদের মা দেশের যোদ্ধা। একজন মায়ের কাছে এই ধরনের সন্তান লালন পালন করা যে কত কষ্ট সেটি সেই মায়েই জানেন”। সে সময় সিংড়া উপজেলার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।