

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
চট্টগ্রামের পটিয়ায় চৌধুরী মার্কেটের জায়গানিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানব বন্ধন করেছে
পটিয়া শহীদ আবদুস সবুর রোডদোকান মালিক সমিতি।এতে সভাপতিত্ব করেন চৌধুরী মার্কেট ব্যাবসায়ী সমিতির সভাপতি কার্ত্তিক দে। প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা দোকান মালিক সমিতির সভাপতি হাজী এম এ ইউসুফ, বক্তব্য রাখেন শহীদ সবুর রোড ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু ছিদ্দিক, ব্যবসায়ী নেতা জামাল উদ্দীন,মো: ইউনুচ সুমিরণ দে সুমন, হারুনুর রশীদ মো: মুছা,মনির আহমদ উৎসব দে, বিকাশ ধর,বিকাশ দে, রতন চৌধুরী, জিতেন্দ্র প্রমুখ। এতে বক্তারা বলেন চৌধুরী মার্কেট প্রতিষ্টিত হয় ৩৫ বছর। এ সময়কালে কেউ এ মার্কেট এ জায়গা পাওয়ার অভিযোগ তুলে নি। বর্তমানে এ মার্কেটের জমিদার লুৎফুনন্নেছারএকভাই সহ কয়েকজন জায়গা পাওয়ার অজুহাততুলে মার্কেটে গতকাল আপত্তিকর ব্যানার স্থাপন করে। এতে ব্যবসায়ীরা গতকাল প্রতিবাদে ফেটে পড়ে। তারা শুক্রবার বিকেলে এ অপপ্রচারের প্রতিবাদে শহীদ সবুর রোডে দোকান মালিক সমিতির উদ্যোগে মানব বন্ধন ও প্রতিবাদ মিছিল
বের করে। এ সময় বক্তারা বলেন চৌধুরী মার্কেটএকটি স্বনাম ধন্য মার্কেট। এখানে ব্যবসায়ীরা ১০ / ২০ লাখ টাকা সেলামী দিয়ে দোকান নিয়ে ৩৫ বছর ধরে ব্যবসা করছে। জায়গা নিয়ে বিরোধ থাকলে থানা ও আদালত রয়েছে। সেখানেই হবে সত্য মিথ্যার ফয়সালা। কিন্তু থানায় অভিযোগ দিয়ে ও তারা সেখানে পাঁচ বৈঠকের পর ও আর উপস্থিত না হয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে।যা রিতিমত মান হানিকর।আমরা এ অপপ্রচার থেকে নিবৃত্ত না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সভাপতি হাজী এম এ ইউসুফ হুশিয়ারী উচ্চারণ করেন।