

গাইবান্ধা, সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ রাজা মিয়া:
আসন্ন ৫ নং দহবন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪.৫.৬.নং ওয়ার্ডের জনগণের মনোনীত প্রার্থী মোছাঃ আনোয়ারা বেগম
দহবন্দ ৪.৫.৬ নং ওয়ার্ড ইউনিয়ন প্রাঙ্গনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায়। আনোয়ারা বেগম
অজস্র সমর্থকদের উপস্থিতি জনস্রোতে পরিণত হয়েছে। এই প্রার্থী ৪.৫.৬ নং ওয়ার্ড দহবন্দ ইউনিয়ন বাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এবং ৪.৫.৬ নংওয়ার্ড দহবন্দ জনমণে আস্থার জায়গা করে নিয়েছে বলে জানান অত্র ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা।
এসময় প্রার্থী সংরক্ষিরত মহিলা আসনে, মোছাঃ আনোয়ারা বেগম
বলেন, “আপনার আমার পাশে থাকলে ইনশাল্লাহ আমি জয় লাভ করবো,
সেই সঙ্গে পাশে থেকেই সাধারণ মানুষের মৌলিক চাহিদা তথা খাদ্য,বস্ত্র,চিকিৎসা, শিক্ষা ও বাসস্থান, এলাকার মসজিদ,মাদ্রাসা,কবরস্থান সহ সকল সামাজিক প্রয়োজনে অগ্রণী ভূমিকা রেখে আসছি।আগামীতেও তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই।”
আনোয়ারা বেগমের, ঐক্যতা ও বর্তমান নির্বাচনী অবস্থান দেখে স্থানীয় বাসিন্দারা জানান, “আমরা দীর্ঘদিন এমন একটি সময়ের অপেক্ষায় ছিলাম যা এবারে বাস্তবায়িত হতে যাচ্ছে এবং বিজয় সুনিশ্চিত করে ইনশাল্লাহ আগামীর দহবন্দ ৪.৫.৬ নং ওয়ার্ড ইউনিয়নের অভিভাবক হবেন, মোছঃ আনোয়ারা বেগম ”
সহ প্রমুখ স্থানীয় আলেম সমাজ ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।