

স্টাফ রিপোর্টার :
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন বরমী ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। গত মঙ্গলবার বরমী বাজার উচ্চ বিদ্যালয় এবং ১১ ই নভেম্বর, বৃহস্পতিবার বরমী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বিদায়ী পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার উপকরন বিতরণ করেন তারা।
তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা ও উপকরণ বিতরণের উদ্বোধন করেন বরমী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ খন্দকার।
এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাফি উদ্দিন মোড়ল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদ পন্ডিত সহ আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বরমী ইউনিয়ন ছাত্রলীগ কর্মী আরিফুল ইসলাম তরিকুল জানান, মুজিব বর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বরমী ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে এ পর্যন্ত ৫০০ শিক্ষার্থীর হাতে পরীক্ষার সামগ্রী বিতরণ করা হয়েছে।