

এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরোচীফঃ
১৩ নভেম্বর ২০২১ শনিবার খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ও ২ (শত) গ্রাম গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
আটককৃতরা হলেন, ঝিনাইদাহ জেলার কালীগঞ্জ উপজেলাধীন পিরোজপুর দাস পাড়া গ্রামের স্বর্গীয় অজিত দাসের পুত্র (১) রমেন দাস (৩০), এ/পি খুলনা জেলা খুলনা থানাধীন দক্ষিণ টুটপাড়া তালতলা হাসপাতাল রোড, খুলনা জেলা থানাধীন ৪নং ফুড ঘাট লোকো কোলোনী গ্রামের মোঃ আউয়াল শেখের পুত্র (২) মোঃ ফয়সাল (২৩), খুলনা জেলা থানাধীন এল ২৫৭/ক রেলওয়ে হাসপাতাল রোড গ্রামের মোঃ হারুন আকনের পুত্র (৩) মোঃ সাগর আকন (২৬), ফরিদপুর জেলা রাজবাড়ী সদর থানাধীন ধুমচী গ্রামের মোজাহার আলী মন্ডলের পুত্র (৪) মোঃ শাহীন (৪০), খুলনা মহানগরীর খুলনা থানাধীন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১৫০ পিস ইয়াবা, ২ (শত) গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়। পরবর্তীতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।