

এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরোচীফঃ
গত ১৩ নভেম্বর ২০২১ শনিবার ভোর ৪ টা ২০ মিনিটের দিকে দর্শনা থানা পুলিশের অভিযানে ২৪ পিস ফেনসিডিল, ২ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। দর্শনা থানা পুলিশের সদস্যরা। আটকরা হলেন, (১) সাগর আলী (২৪), মৃত জয়নাল আবেদীন ওরফে জগত আলীর পুত্র, (২) শাওন মন্ডল (২২), নিরা মন্ডলের পুত্র, উভয় সাং-নাস্তিপুর, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা। পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাতক (৩) মজনু মিয়া (৩৫), আয়নাল হক, সাং-নাস্তিপুর, থানা- দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় দর্শনা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুল কবীর আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ১৩ নভেম্বর শনিবার ভোর ৩ টা ৪০ মিনিটের দিকে দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামস্থ নাস্তিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কবরস্থান সংলগ্ন পাকা রাস্তার উপরে কিছু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে অপেক্ষা করছেন এমন সংবাদের ভিত্তিতে দর্শনা থানা পুলিশের চৌকস অফিসার ফোর্স এসআই (নিঃ) সুমন্ত বিশ্বাস, এসআই (নিঃ) মাসুদ রানা, এএসআই (নিঃ) আনোয়ারুল হক, এএসআই (নিঃ) আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালীন ২৪ পিস ফেন্সিডিল, ২ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি একজন পালিয়ে যায়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন পলাতক ১ জনসহ
আরোও অজ্ঞাত ২ জনের বিরুদ্ধে দর্শনা থানার নিয়মিত মামলা নং-১৩, ১৩ নভেম্বর ২০২১, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) সারণীর ক্রমিক নং-১৪ (খ) /১৯ (ক) / ৪১ রুজু করা হয়।