

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
চট্টগ্রামের পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে। গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক
খোরশেদ আলম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম (খ-সার্কেল, পটিয়া) এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মোজাফরাবাদ কলেজের বিপরীত পার্শ্বে চট্টগ্রাম শহরে পাচারকালে ১,৯৪০ (এক হাজার নয়শত চল্লিশ) পিস ইয়াবা সহ মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী নারী নুরজাহান প্রঃ শফিকা (৪৫)কে ১৪ নভেম্বর সন্ধ্যা
গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা দায়ের করা হয়।সে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী
নুরজাহান প্রঃ শফিকা (৪৫), স্বামীঃ মৃত আব্দুল গফুরের স্ত্রী।