

এমরান হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
একতরফা রেকর্ড বাদ দিয়ে উভয় পাশে সমান্তরালে ভূমি অধিগ্রহণ করে লক্ষ্মীপুর বাজার রোড সমপ্রসারণের দাবিতে মানববন্ধন করেছেন লক্ষ্মীপুর বণিক সমিতি।
বুধবার সকালে লক্ষীপুর উত্তর তেমুহনী চকবাজার ও দক্ষিণ তেমুহনীতে এ মানব বন্ধনে বিপুল সংখ্যক ব্যবসায়ী ও দোকান মালিক গন অংশগ্রহণ করেন।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সিনিয়র সহ-সভাপতি আবদুল আজিজ সহ-সাধারণ সম্পাদক হাফিজুল্লাহ সহ সভাপতি সাদেক আলী প্রচার সম্পাদক লোকমান কারি, এ সময় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কামরুল পাটোয়ারী, বধুয়া বস্ত্রালয় স্বত্বাধিকারী অরুণ বাবু, অঙ্গশোভা বস্ত্রালয় এর স্বত্বাধিকারী মোঃ সেলিম,স্মৃতি বস্ত্রালয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ জাকির হোসেন সহ বণিক সমিতির নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তাগন বক্তব্য দেন বাজার রোড একপাশে অধিগ্রহণ না করে উভয় পাশে সমান্তরালে সম্প্রসারণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তা না হলে ব্যবসায়ীগণ মারাত্নক ক্ষতির সম্মুখীন হবেন বলে জানান।
প্রায় দুইশ বছরের ঐতিহ্যবাহী বাজারটির ব্যবসায়ীগন এখনো করোনা মহামারির ক্ষতি কাটিয়ে উঠতে পারেন নি।
এ অবস্থায় দোকান ঘর একপাশে ভেঙে সড়ক সম্প্রসারিত করা হলে ব্যবসায়ী ও দোকান মালিকগন অপূরনীয় ক্ষতির সম্মুখীন হবে।
তাছাড়া বর্তমান বাজারমূল্য ভূমির ন্যয্য মূল্যর ও দাবী করা হয়।