কেডিকে ইউনিয়ন দেহাটি খন্দকার সাহেবের বাসভবনে ৭৪ তম বার্ষিক ইছালে সাওয়াব


মোঃ রিয়াদ মন্ডল জীবননগর উপজেলা প্রতিনিধিঃ
আজ বুধবার জীবননগর উপজেলা কেডিকে ইউনিয়ন খন্দকার সাহেবের বাসভবনে ৭৪ তম বার্ষিক ইছালে সাওয়াব অনুষ্ঠিত আজ বাদ আছর ।প্রধান বক্তা ছিলেনঃ হাফেজ মাওলানা নুরে ইব্রাহিম। মেহেরপুর,
২য় বক্তাঃ হয়রত মাওলানা আব্দুল সাত্তার সাহেব। কাশিপুর জীবননগর।
৩য় বক্তাঃ হয়রত মাওলানা আনিছুর রহমান জীবননগর
প্রধান অতিথিঃ ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ।বিশেষ অতিথিঃ কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খায়রুল বাশার শিপলু।
উক্ত ইছালে সাওয়াব এর সভাপতিত্বে করেন।
জনাব আশরাফুল ইসলাম।
উক্ত ইছালে সাওয়াবের হাজারো ইসলাম প্রিয় মানুষ অংশ গ্রহণ করে। আশেপাশে গ্রাম থেকে দলে দলে মানুষ ওয়াজ মাহফিলে যোগদান করছেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category