

এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরোচীফঃ
গত ১৭ নভেম্বর ২০২১ বুধবার সকাল ১০ টা ৩০ মিনিটের দিকে যশোরের অভয়নগরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব আকুঞ্জীর (৮০) দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার নাউলী ডিআইএনজিএস মাধ্যমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব আকুঞ্জীকে গার্ড অব অনার দেওয়া হয়।
অভয়নগর থানা পুলিশের সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
আরোও উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আলী আহম্মেদ খান, মুক্তিযোদ্ধাগণ, সিদ্ধিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, স্থানীয় শিক্ষক, জনপ্রতিনিধি ও এলাকাবাসী। গার্ড অব অনার দেওয়ার পর একই মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।
মরহুমের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব আকুঞ্জী। মঙ্গলবার ১৬ নভেম্বর বিকাল আনুমানিক ৫ টার সময় উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।