

মোঃ মোজাম্মেল হোসেন বাবু রাজশাহীঃ
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২,নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ২০২১ ইং তারিখ সন্ধ্যা ০৭ টা ৩০ ঘটিকায়, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন চিনিপাড়া গ্রামস্থ এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মাদকদ্রব্য ২৭৫ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাদক কারবারির হেফাজত হতে যথাক্রমে, (ক) গাঁজা- ২৭৫ গ্রাম, (খ) মোবাইল- ০৩ টি, (গ) সীম কার্ড- ০৪ টি, (ঘ) মোমেরীকার্ড- ০২ টি, (ঙ) সার্চলাইট- ০১ টি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো: রাজশাহী জেলার চারঘাট ঝিকড়া পলাশবাড়ী এলাকার আমজাদ হোসেনের ছেলে আসাদুল (৩৫), পুঠিয়া উপজেলার ছোট কান্দ্রা গ্রামের মওলা বক্স খলিফার ছেলে জিয়া (৩৭) এবং বাড়ইপাড়া গ্রামের আবুল বাসারের ছেলে একেএম মোসলে উদ্দিন সুইট (৩৮) গ্রেফতার করেছে।ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
র্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন মাদক মুক্ত সমাজ গড়ুন।