

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন আজ ২০ নভেম্বর (শনিবার) সকাল ১১টায় গাজীপুর সদর উপজেলার ভবানীপুর কিন্ডারগার্টেন অ্যান্ড জুনিয়র হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাজীপুর জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক নাছির উদ্দিন কাজীর সভাপতিত্বে ও গাজীপুর জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব আব্দুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (ঢাকা বিভাগ), জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি। অনুষ্ঠানের উদ্বোধন করেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস.এম কিবরিয়া। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু সাঈদ স্বপন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাজীপুর সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কামরুজ্জামান মন্ডল, কাপাসিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি নিজাম উদ্দিন মোল্লা, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু গাজীপুর জেলা জাতীয় যুব সংহিতর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সিকদার, শ্রীপুর উপজেলা জাতীয় যুব সংহিতর সভাপতি শাহআলম সরকার রাজাবাড়ি ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি হানিফ সরকার রাজাবাড়ি ইউনিয়ন জাতীয় যুব সংহতির সহ-সভাপতি রেজাউল করিম
প্রমুখ সহ জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।