

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে পাইলট সুপার মার্কেটে মেসার্স সানরাইস টেলিকম নামে মোবাইলের দোকানে চুরি হয়েছে।
শনিবার (২০ নভেম্বর) রাতে কে বা কাহারা পাইলট সুপার মার্কেটের এস এম লুৎফর রহমানের সানরাইস টেলিকম নামে মোবাইলের দোকান থেকে ৮৭ পিচ মোবাইল চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মুল্য প্রায় ২০ লক্ষ টাকা। বিষয়টি জানার পর পরই মধুপুরের পৌর মেয়র ও বনিক সমিতির সভাপতি আলহাজ সিদ্দিক হোসেন খান ও মধুপুর থানার এস আই নিরন্জন ঘটনাস্থল পরিদর্শন করেন।
মার্কেটের দায়িত্বপ্রাপ্ত পাহারাদার বলাই গৌড় জানান সে সারারাত দায়িত্ব পালন শেষে সকালে মুল গেইট খুলে ঝাড়ুদারকে রেখে বাজারে বাজার করতে চলে যান। সে বাজার থেকে এসে লোক জনের ভিড় দেখে জানতে পারেন সানরাইস টেলিকমে চুরি হয়েছে। তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।
এই চুরির বিষয়টি ঝাড়ুদারও কিছু জানেন না বলে জানান।
সানরাইস টেলিকমের মালিক লুৎফর রহমান বলেন এই চুরির ঘটনায় পাহারাদার এবং মালিক পক্ষের লোকের উদাসীনতাই দায়ী বলে তিনি মনে করেন। তিনি বলেন তিন দিন আগে থেকে তার দোকানের সিসি ক্যামেরা নষ্ট এই বিষয়টি তাকে জানানো হয়নি।
সিসি ক্যামেরা চালু থাকলে হয়তো এই চুরির বিষয়টি সনাক্ত করা খুব সহজ হতো। প্রাথমিক জিজ্ঞেসাবাদের জন্য দোকানের ম্যানেজার ও পাহারাদারকে থানায় নেওয়া হয়েছে।
রিপোর্ট লেখা পর্ষন্ত থানায় কোন মামলা রজু করা হয়নি।