

এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরোচীফঃ
২১ নভেম্বর ২০২১ রবিবার রাত ৯ টা ৩০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১ (শত) ৪৮ বোতল ফেনসিডিলসহ ২ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশের সদস্যরা। আটককৃতরা হলেন, (১) শামীম হোসেন (২১) পিতা- হায়দার আলী, ও তার সহযোগী (২) রাজীব ভূইয়া (২৫), পিতা- আলমগীর ভূইয়া, উভয় থানা-সাং বেনাপোল পোর্ট, জেলা-যশোর।
যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি
২১ নভেম্বর রাত ৯ টার দিকে
বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া গ্রামস্থ জনৈক ইসমাইল হোসেন, পিতা-মৃত নওশের আলীর বাড়ীর সামনে পাকা রাস্তার উপরে ২ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই (নিঃ) রোকনুজ্জামানের নেতৃত্বে অফিসার এসআই (নিঃ) শফি আহমদে রিয়েল, এএসআই (নিঃ) মুরাদ শেখ ও সঙ্গীয় ফোর্সসহ বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া গ্রামস্থ জনৈক ইসমাইল হোসেন, পিতা-মৃত নওশের আলীর বাড়ীর সামনে পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে উক্ত ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে, মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তাদের নিকট থেকে ১ (শত) ৪৮ বোতল ফেন্সিডিলসহ ১ টি নীল রংয়ের পুরাতন ইজি বাইক উদ্ধার করেন। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।