

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের সদর উপজেলার আধারা ইউনিয়নের বকুলতলা এলাকায় স্বতন্ত্রপ্রার্থী মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হকের নির্বাচনী ক্যাম্পে হামলা চালায় প্রতিপক্ষের চশমা মার্কার আলী হোসেন সরকারের লোকজন। গত রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় বকুলতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এ হামলার ঘটনায় আহত মহসিন সরকার ও প্রত্যক্ষদর্শীরা জানান, আলী হোসেন সরকার গ্রুপের আলী হোসেন দেওয়ানের ছেলে জনি (৩৫), তমিজ উদ্দিনের ছেলে মিল্লাত (৩২), আলী হোসেন সরকারের ছেলে বাদল (৪০), সাহেব মিঝির ছেলে সম্রাট (৩৫) ও রিংকু (২২)সহ প্রায় ২০/৩০জন বকুলতলায় মোটর সাইকেল প্রতীকের ক্যাম্পে অতর্কিতভাবে হামলা চালায়। এসময় ক্যাম্পের চেয়ার ভাংচুর করে ও পোস্টার ছিড়ে ফেলে। এ হামলার ঘটনায় ক্যাম্পে অবস্থানরত হারুন গাজীর ছেলে রমজান গাজী (৪০), তমিজ উদ্দিন সরকারের ছেলে মহসিন সরকার (৫০), মন্না সরকারের ছেলে মোশাররফ সরকার (৫২), বারেক মোল্লার ছেলে জহিরুল ইসলাম মোল্লা (৫০), ওহাব দেওয়ানের ছেলে চুন্নু দেওয়ান (৫৫) আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে, হামলার খবর পেয়ে বকুলতলা গ্রামে ছুটে আসেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল হক। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আলী হোসেন সরকারের কিছু লোকজন ও হোলার চরের কিছু সন্ত্রাসী ইয়াবা ব্যবসায়ী তারা আমাকে বিভিন্ন রকম সমস্যা করছে। আজ আমার ক্যাম্পে হঠাৎ করে ৫০-৬০ জন লোক ঢুকে আমার কর্মী-সমর্থকদের মারধর করে ও ব্যাপক ভাংচুর চালায়। আমি এর প্রতিকার ও সুষ্ঠু তদন্ত চাই। সবশেষে তিনি বলেন, এ হামলায় জড়িত আলী হোসেন সরকারের ছেলে ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেয়ার আহবান জানাই।
ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ও ডিবি’র ওসি আবুল কালাম আজাদের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।