

এম. এ. আজাদ পটিয়াঃ-
চাঁদা না দেওয়ায় পটিয়ার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদের দুই ব্যক্তির জমির পাকনা ধান নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। মাওলানা গোলাম মওলা ও মো. আশেক চৌধুরীর অভিযোগ, তাদের ১২৬ শতক জমির ধান গাছ নষ্ট করা হয়। এছাড়া জমির মালিকানা সাইনবোর্ড উপড়ে ফেলে দেওয়া হয়। ২১ নভেম্বর রোববার সকাল ৯টার দিকে রশিদাবাদের দুই নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।বাংলাদেশ ওলামা লীগের শোভনদন্ডী ইউনিয়নের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আশেক চৌধুরীর অভিযোগ, সকাল ৯টার দিকে স্থানীয় রেজাউল করিম বাবুলের নেতৃত্বে আব্দুস সালাম, আইয়ুব, সাইফুল ইসলামসহ ১০/১২ জনের সন্ত্রাসী তার ও গোলাম মওলার ব্যক্তি মালিকানাধীন জায়গায় রোপন করা ধান গাছ উপড়ে ফেলে দেয়। সাইনবোর্ড ভেঙ্গে ফেলে। এসময় গোলাম মওলা ও আশেক চৌধুরীকে হত্যার হুমকি দেয়।গোলাম মওলা জানান, সন্ত্রাসী চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় জায়গা দখল, চাঁদাবাজি ও নানা অপরাধ করে আসছে। ওই দলের অন্যতম সদস্য সরকার দলীয় হুইপের বিরুদ্ধে নানা তথ্য পাচারকারি আব্দুল মান্নান চৌধুরীর ছেলে মেহেবুবুর রহমান,আব্দুর দয়ান ও তাদের ভাগিনা জাহাঙ্গীর, মতি এর আগে একই কায়দায় আমাদের জায়গা জবর দখল করে রেখেছে। প্রশাসনে এ ব্যাপারে অভিযোগ করা হলেও পুলিশ অদৃশ্য কারণে নীরব রয়েছে।আশেক চৌধুরীর অভিযোগ, রেজাউল করিম বাবুল হুইপের চাচাত ভাই পরিচয় দিয়ে এলাকায় ধান নষ্ট করা সহ এমন কোন অপরাধ নেই করছে না। তিনি বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া জন্য মাননীয় হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী ও পটিয়া পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।