মোঃমহিউদ্দীন খাঁন।মৌলভীবাজার প্রতিনিধিঃ
আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য শ্রীমঙ্গল পৌরসভা,কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ এবং বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রচার-প্রচারণার সময় আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দ।
আজ কুলাউড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৮ টি মামলায় মোট ৭০,৫০০ অর্থদন্ড আরোপ এবং নগদে আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা এবং জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।
বড়লেখা উপজেলায় আচরণবিধি লংঘনের দায়ে ১৩ জনকে ৪৭,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন এবং সহকারী কমিশনার(ভূমি) জাহাঙ্গীর হোসাইন।
শ্রীমঙ্গল পৌর এলাকায় পৌরসভার নির্বাচন আচরণবিধি ভঙ্গ করায় ২ মেয়র প্রার্থীকে ২০০০০ টাকা এবং ১ জন কাউন্সিলর প্রার্থীকে ২০০০ সর্বমোট ৩ মামলায় ২২০০০ টাকা জরিমানা আজ আরোপ ও আদায় করা হয়। শ্রীমঙ্গল উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অর্ণব মালাকার এবং সঙ্গীয় ফোর্স হিসেবে সহায়তা করে শ্রীমঙ্গল থানা পুলিশ৷