

মোঃ ফরহাদ মিয়া , মুন্সীগঞ্জঃ
আসন্ন ইউপি নির্বাচনে মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নে নৌকার প্রার্থী মোঃ সোহরাব হোসেন পীরকে সমর্থন করেছেন স্বতন্ত্র আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন নান্নু।
মঙ্গলবার বিকেল ২টার দিকে বাংলাবাজার এলাকার বাজার চত্ত্বরে নৌকার প্রার্থী মোঃ সোহরাব হোসেন পীরের নির্বাচনী জনসভায় এ সমর্থন প্রদান করেন।
২৮নভেম্বর মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন বর্তমান চেয়ারম্যান সোহরাব হোসেন পীর। মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন সোহরাব হোসেন নান্নু। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মহিউদ্দিন।
বাংলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসমাইল দেওয়ানের সভাপতিত্বে ও সুরুজ মিয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা কামাল হোসেন, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোঃ ফয়সাল বিপ্লব, উপজেলা ভাইচ চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য সাইফুল বিন সামাদ শুভ্র, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ সোহরাব হোসেন পীর, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন নান্নু, পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা রানুসহ আওয়ামীলীগৈর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ মো মহিউদ্দিন বলেন, নান্নুর যে ত্যাগ তা সর্বজন স্বীকৃত। সবার জীবনের মুলধন, চাওয়া ও আশা আকাক্সখা হলো নির্বাচন। নান্নু আজকে নৌকার জন্য তার যে চাওয়া ও আশা আকাক্সখা সে ত্যাগ করলো। নির্বাচনের উপরে কোন ত্যাগ নেই। নান্নু আজ আমার ও বিপ্লবের অনুরোধ তা রেখেছে। তিনি একজন চরিত্রবান ও আদর্শবান লোক। নির্বাচনের যে বাতাস বইছিল তাকে ফিরিয়ে রাখা সম্ভব ছিল না। নান্নু আজকে আদর্শগত কারণে ও শেখ হাসিনাকে ভালোবাসে বিদায় সে আজকে আমাদের অনুরোধ রেখেছে। নান্নুর এই ত্যাগের জন্য আমি তার যে কোন সমস্যায় ও যে কোন সময় পাশে থাকবো।