

মোঃ ফরহাদ, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া বাজারে নৌকা প্রার্থী হাজী মোঃ রিপন হোসেন এর পক্ষে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৪ নভেম্বর) বুধবার বিকেলে ঈদগাহ ময়দানে এ বিশাল সমাবেশ হয়েছে।
মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরহাদ খাঁনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোহাম্মদ মহিউদ্দিন। সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোঃ ফয়সাল বিপ্লব। এসময় মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থী হাজী মোঃ রিপন হোসেন উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নৌকা প্রতীক প্রাপ্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন ও মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোঃ ফয়সাল বিপ্লবসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সবার কাছে ভোট ও দোয়া প্রার্থণা করেন।
প্রধান অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আজকে আপনাদের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে আপনারা নৌকা প্রতীককে কতো ভালবাসেন। বর্তমানে জাতীয় মানের নির্বাচনের মতোই ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। আওয়ামী লীগের প্রতীক নৌকা। জাতীয় প্রতীক নৌকা। সেই একই প্রতীকে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাই এই প্রতীক ও নির্বাচনকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে। বিজয়ী করতে হবে। তিনি বলেন, যে নৌকার কারণে বিশ্বরে বাংলাদেশের সৃষ্টি হয়েছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও ভাসানীর নৌকা প্রতীক। বঙ্গবন্ধু এই নৌকা প্রতীকের মাধ্যমে এ দেশ স্বাধীন করেছেন। বাংলাদেশ নামে নতুন ভূখন্ডের সৃষ্টি হয়েছে। বিশ্বের ইতিহাসে বাংলাদেশের ইতিহাস রচিত হয়েছে। তিনি আরও বলেন, স্বাধীনতার পূর্বে বাংলাদেশকে সৃষ্টির ক্ষেত্রে যেমন নৌকার অবদান ছিল এবং নৌকার জন্যে বর্তমান বিশ্বরে জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক মুক্তি পেয়েছে বাংলাদেশ। তাই আগামী ২৮ নভম্বের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় আপনারা ভোট দিয়ে মোল্লাকান্দি ইউনিয়নে হাজী মোঃ রিপন হোসেনকে জয়যুক্ত করবেন এটাই আমার চাওয়া। তাহলেই দেশ জাতি উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাবে। আপনারা শান্তিতে বসবার করতে পারবেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল সামাদ শুভ্র, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক জীবন, সদর উপজেলা যুবলীগের সভাপতি বাদল, সফিকুল, খলিল মাঝি, সালাম মাদবর, মেজু ঢালী, বাবুল, ফরেজ বেপারী, আইনউদ্দিন, নুরুল আমিন প্রমুখ।