

মণিরামপুর প্রতিনিধি:
মণিরামপুরের ৬নং-সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্জ্ব এয়াকুব আলী গাজীর নির্বাচনি অফিসে রাতের আঁধারে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহষ্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এসময় অফিসে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ ব্যানার অগ্নিসংযোগ ও ভাঙচুর করে অবমাননা করেছে বলে অভিযোগ করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
সদর ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্জ্ব এয়াকুব আলী গাজী জানান, বৃহষ্পতিবার ভোর রাতে (ফজরের আজানের ঠিক পূর্বমূহুর্তে) স্বতন্ত্র প্রার্থীর কর্মী ও বিএনপি’র সমর্থকরা এই ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। এ সময়ে নির্বাচনী কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানারসহ নৌকা প্রতীকের পোষ্টার, লিফলেট, যাবতীয় আসবাব পত্রের বেশির ভাগ অংশই পুড়ে যায়। প্রতিপক্ষ প্রার্থীরা পরাজয় নিশ্চিত জেনে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে নির্বাচন বানচালের চেষ্টায় এমন ঘটনা ঘটিয়েছে। আরও অভিযোগ করে বলেন তার নেতৃত্বেই ভাংচুর করেছে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি। ঘটনাটি তদন্ত সাপেক্ষে জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।
এদিকে, অভিযুক্ত চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নিস্তার ফারুক অগ্নি সংযোগ ও ভাঙচুরের ঘটনা অস্বীকার করে বলেন, প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা আমাকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে রাখতে পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটিয়েছে। বিষয়টি আমি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করেছি।
এ ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্জ্ব এয়াকুব আলী গাজী বাদী হয়ে অজ্ঞাত আসামী করে নির্বাচন কমিশন ও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দীকি জানান জানান, সকালে নৌকার নির্বাচনী কার্যালয় ভাংচুর ও অগ্নি সংযোগের খবর পেয়ে সাথে সাথে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। এ বিষয়ে অভিযোগ হয়েছে এবং তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।