

মোঃ মোজাম্মেল হোসেন বাবু রাজশাহীঃ
র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল।(২৪ নভেম্বর) বুধবার রাত্রি ১০.৩০ মিনিটের সময় রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর পশ্চিম পাড়া এলাকায় অপারেশন পরিচালনা করে ১০৫ বোতল ফেন্সিডিলসহ মোঃ রুস্তম আলী (৪৫) কে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে একটি ইজিবাইক উদ্ধার করে।
ঘটনা সুত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী কমান্ডার মেজর মোঃ নাজমুস শাকিব এর নেতৃত্বে র্যাব-৫ এর একটি অপারেশন দল কাটাখালী থানাধীন শ্যামপুর পশ্চিম পাড়া এলাকায় পৌছামাত্র
র্যাবের উপস্থিতি টেরপেয়ে ০১ জন ব্যক্তি কৌশলে ইজিবাইকসহ পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উক্ত ব্যক্তিকে ঘটনাস্থলেই আটক করা হয়।
গ্রেফতারকৃত রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন দাসমারী (মিজানের মোড়) গ্রামের তামেজ উদ্দিনের ছেলে মোঃ রুস্তম আলী কে আটক করে। ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
র্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন মাদক মুক্ত সমাজ গড়ুন।