

এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরোচীফঃ
গত ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার রাত আনুমানিক ৭ টার দিকে মহিবুল ইসলাম (৩৫), নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে, যশোর র্যাব-৬ এর সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ীর নিকট থেকে ১ (শত) ফেনসিডিল ও ৩ (কেজি) গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক ওই মাদক ব্যবসায়ী বেনাপোল উপজেলার পুটখালী মহিষাডাংগা মাঝেরপাড়া গ্রামের মৃত লালচাঁদ আলীর পুত্র বলে জানা গেছে।
যশোর র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার নাজিউর রহমান, আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ২৫ নভেম্বর বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের দিকে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কুটুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে
যশোর র্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে ১ (শত) ফেনসিডিল ও ৩ (কেজি)
গাঁজাসহ তাকে হাতে নাতে আটক করেন।
আটককৃত ওই মাদক ব্যবসায়ী বেনাপোল পুটখালী এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী নামে সু-পরিচিত। সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এসকল মাদকদ্রব্যের ব্যবসা করে আসছে। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।