মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন [gtranslate]
Headline
Headline
জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল মোল্লার মেয়ের মৃত্যুতে মাওলানা শামীম এর শোক প্রকাশ কালিয়ায় প্রতিপক্ষের বাড়ির পাশে মিললো যুবকের মরদেহ ইসলামপুরে ১৫ টি কওমী মাদ্রাসায় ভলিবল ও ফুটবল খেলার সামগ্রী বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান অধিগ্রহণ ব্যতীত পটিয়া মডেল মসজিদ নির্মাণ, তদন্তের নির্দেশ উন্নয়ন সংঘের উদ্যোগে জাংক ফুড বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ আহত-৫ জিসাস বগুড়া জেলার নেতৃবৃন্দের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন নবগঠিত শহর কমিটির নেতৃবৃন্দরা নড়াইলে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত শিবগঞ্জে বেলাল ই বাকি ইদ্রিশীর নির্দেশনায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ গাজীপুর মহানগর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
র‌্যাব-৫ কর্তৃক সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে প্রতারক ১ গ্রেফতার
/ ১২৬ Time View
Update : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১, ১১:৫৪ পূর্বাহ্ন

মোঃ মোজাম্মেল হোসেন বাবু রাজশাহীঃ
র‌্যাব-৫ রাজশাহী নাটোর সিপিসি-২ ক্যাম্প এর এক নিয়মিত টহল দন গেপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। আজ শুক্রবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে নাটোরে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নাম করে প্রতারণার অভিযোগে মনিরুল ইসলাম নামের একজনকে আটক করেছে ।

প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন। গতকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর) শাহিন আলম ও নাসিম নামের দুই অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে মনিরুল কে তার বাড়ি বাগাতিপাড়া উপজেলার নন্দিকুজা দয়রামপুর এলাকার নিজ বাড়ি থেকে মনিরুলকে আটক করা হয়। আটক মনিরুল বাগাতিপাড়া উপজেলার নন্দিকুজা এলাকার কফির উদ্দিনের ছেলে।

মনিরুল ইসলামের নন্দিকুজার বাড়িতে অভিযান পরিচালনা করে।এসময় ভুয়া নিয়োগপত্র, দুটি পেইনড্রাইভ (যার মধ্যে বিভিন্ন ভুয়া নিয়োগপত্রের সফট্পি রক্ষিত), বিভিন্ন ব্যাংকের ১৬টি চেকবই, বিভিন্ন ব্যাংকের ৭টি এটিএম কার্ড, ৩টি ভুয়া এনআইডি কার্ড (যার ভিতরে একটি ভুয়া),চাকুরী দানের ৩টি চুক্তিনামা ষ্ট্যা¤প, ১২টি জুডিশিয়াল ষ্ট্যা¤প, ৮টি অর্থ লেনদেনের রেজিষ্টার, ২টি ভুয়া নিয়োগপত্র, ১টি ভুয়া আইডি কার্ডের ফটোকপি, করণিক প্রতারণালব্দ নগদ-৫৮ হাজার ১শ ৪০ টাকা, ৮০০ ভারতীয় রুপি জব্দ করা হয়।

কাদিরাবাদ ক্যান্টনমেন্ট এলাকায় বাড়ি হওয়ায় মনিরুল বিভিন্ন সময়ে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এরই এক পর্যায়ে প্রতারণার শিকার সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার শাহিন আলম এবং ঠাকুরগাঁও জেলার নাসিমের অভিযোগের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশনাল দল গতকাল রাত
অভিযান চালায়।

অভিযুক্ত মোঃ মনিরুল ইসলাম এইচএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন। তিনি পেশায় একজন ঔষধ বিক্রেতা হলেও নিজেকে সেনাবাহিনীর সিএমএইচ, ঢাকায় করণিক পদে কর্মরত আছেন বলে পরিচয় দিতেন এবং ওই পরিচয় ব্যবহার করে বিভিন্ন পদ যেমন সৈনিক, অফিস সহায়ক, মেসওয়েটার, স্টোরম্যান পদে চাকুরী দেওয়া প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন জেলা হতে ৩য় পক্ষের মাধ্যমে চাকুরী প্রত্যাশী যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেন। এক্ষেত্রে প্রতারক মনিরুল রাজু জাল জালীয়াতির মাধ্যমে ভুয়া নিয়োগপত্র তৈরি করে চাকুরী প্রার্থীদের সরলতার সুযোগ নিতেন।

চাকুরী প্রার্থীগণ নিয়োগপত্রে উলে­খিত যোগদানের তারিখে সংশ্লিষ্ট অফিসে যোগদানের নিমিত্তে যাওয়ার পর বুঝতে পারতেন যে উক্ত নিয়োগপত্র সঠিক নয় বা ভুয়া। এভাবে প্রতারক মনিরুল রাজু ভুয়া নিয়োগপত্র তৈরি করে চাকুরী প্রত্যাশীগণের নিকট হতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও মনিরুল প্রতারণার কাজে জাতীয় পরিচয়পত্রে নিজ নাম পরিবর্তন করে চাঁন মন্ডল পরিচয় ধারন করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্থানীয় স্বাক্ষীগণের উপস্থিতিতে প্রতারক মনিরুল অভিযোগকারী শাহিন আলম (২৭) ও মোঃ নাসিম (২১) এর নিকট ভুয়া নিয়োগপত্র প্রদান ও মোটা অংকের অর্থ গ্রহনসহ জাল জালিয়াতির মাধ্যমে দেশের বিভিন্ন জেলা হতে প্রায় ৬০ থেকে ৭০ জন চাকুরী প্রত্যাশীর নিকট হতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করে এবং জানায় ইতোঃপূর্বে ডিএমপি এর ভাষানটেক থানার এফআইআরনং-২৪/১৭১, তারিখ- ২৭ আগস্ট, ২০১৭, ধারা-১৭০/ ৪৬৭/ ৪৬৮/ ৪৭১/ ৪২০/ ৪০৬/ ৫০৬ পেনাল কোড-১৮৬০ এবং ২। ডিএমপি এর শেরেবাংলা নগর থানার এফআইআরনং-১৮/২২০, তারিখ ২০জুলাই, ২০১৭, ধারা- ৩৬৫/৩৮৫/৩৮৬/৩৪দে নালকোড-১৮৬০, থানায় তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত মনিরুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করেছে ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031