

মোঃ গোলাম মোস্তফা,
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :
বর্তমান আওয়ামী লীগ সরকারের নির্বাচন ও ময়মনসিংহের নান্দাইল থেকে নির্বাচিত দুইবারের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিনকে অবৈধ ঘোষণা ও কটাক্ষ করার প্রতিবাদ জানিয়ে উপজেলার চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের মনোনীত দলীয় চেয়ারম্যান এমদাদুল হক ভূইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে।
শুক্রবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল ও পৌরমেয়র মো.রফিক উদ্দিন ভুইয়ার নেতৃত্বে পৌর এলাকায় এই ঝাড়ু মিছিলে হাজারো নারী-পুরুষ অংশ নেন।
ঝাড়ু মিছিলটি নান্দাইল পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার দলীয় কার্যালয়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন,নান্দাইল পৌরমেয়র মো.রফিক উদ্দিন ভুইয়া, নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শরাফ উদ্দিন ভূইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রেনু,জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো.আবুবকর সিদ্দিক বাহার,সাধারন সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু,নান্দাইল ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক, খারুয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত ভুইঞা মিন্টু,শেরপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভুইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান রিপন, পৌরছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সালাম প্রমুখ।
প্রধান অতিথির ভাষণে হাসান মাহমুদ জুয়েল ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূইয়াকে বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবি জানান।