

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর বালুর মাঠে আয়োজিত দুইদিন ব্যাপী বাউল মেলা গত ২৯ নভেম্বর রাতে শেষ হয়েছে। হযরত বড়পীর আব্দুল কাদীর জিলানী (রঃ) এর ২৮তম বার্ষিক ফাতেহা ও ওরশ উদযাপন উপলক্ষে এ বাউল মেলার আয়োজন করা হয়। বাউল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওরশ মেলা কমিটির সভাপতি মতিউর রহমান মতিন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লায়ন মোঃ হাবিবুর রহমান হারেজ, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মশিউর রহমান তারেক, ব্রাহ্মণখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ওবায়দুল মজিদ জুয়েল, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, মুড়াপাড়া ইউপি সদস্য গোলাম মাহমুদ, মানিক মিয়া, রেহেনা আক্তার, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মাহবুব হাসান ইমন, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, গোলবক্স ভুঁইয়া, সিরাজুল ইসলাম, ব্যবসায়ী শফিকুল ইসলাম প্রমুখ।
বাউল মেলায় বাউল সংগীদের যন্ত্র প্রদর্শনীসহ বিভিন্ন জেলার বাউল শিল্পী, ভক্ত, গানের রচয়িতা অংশ নেয়। মেলায় বাউল শিল্পী শাহ্ আলম সরকার, আরিফ দেওয়ান, কাজল দেওয়ান ও লতিফ সরকার সংগীত পরিবেশন করেন।